গাঁদা ফুলে সেজেছে শরীয়তপুরের পুলিশ লাইন
চারদিকটা বেশ সাজানো গোছানো। মূল ফটক থেকে শুরু হয়ে ভেতরের ঢোকার রাস্তা পুরোটাই সেজেছে বাহারি রংয়ের গাঁদা ফুলে। রঙিন হয়ে উঠেছে শরীয়তপুরের পুরো পুলিশ লাইন চত্বর। লাইনের বাইরে ও ভেতরে ফুলের এমন সৌন্দর্য মুগ্ধ করেছে দর্শনার্থীদের।
-
জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবছর শীত মৌসুম এলে পুলিশ লাইন জুড়ে নানা জাতের গাঁদা ফুলের বাগান গড়ে তোলা হয়। ছবি: বিধান মজুমদার অনি
-
এবছরও জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম যশোর থেকে ৩ প্রজাতির ২ হাজার গাঁদা ফুলের চারা রোপণ করেন। এর মধ্যে রয়েছে লাল, কমলা ও হলুদ। ছবি: বিধান মজুমদার অনি
-
অন্যান্য বছরের তুলনায় এবারের গাছগুলোতে গাঁদা ফুলের আকার বড় ও বেশি ফুল ধরায় সৌন্দর্য হয়ে উঠেছে কয়েকগুণ। ছবি: বিধান মজুমদার অনি
-
পুলিশ লাইনের প্রধান ফটক ও রাস্তার দুপাশ জুড়ে শোভা পাচ্ছে নানা রঙের গাঁদা ফুল। ফুলের আকার অন্যান্য গাঁদার তুলনায় বেশ বড়। অনেকেই পুলিশ লাইনের সামনে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে। ছবি: বিধান মজুমদার অনি
-
জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, শরীয়তপুর পুলিশ লাইন অত্যন্ত সুসজ্জিত, যা বাংলাদেশের অন্যতম সেরা একটি পুলিশ লাইন। আমরা এর ম্যানেজমেন্টের দিকে সব সময় অনেক বেশি গুরুত্ব দেই। ছবি: বিধান মজুমদার অনি
-
আমরা প্রতিবছরের মতো এবারও পুরো লাইন জুড়ে গাঁদা ফুলের বাগান করেছি। যা আমাদের পুলিশ লাইনকে শোভাবর্ধন করছে। আমরা নিয়মিত ফুলগুলোকে পরিচর্যা করে থাকি। ছবি: বিধান মজুমদার অনি