কথা রেখেছেন মেয়র আতিক
পূর্বঘোষণা অনুযায়ী মিরপুরের প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এ কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী।
-
আজ সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর প্যারিস খাল পরিষ্কারের কার্যক্রম শুরু হয়। ছবি: মুসা আহমেদ
-
এর আগে প্যারিস রোড সংলগ্ন মাঠে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ বাক্য পাঠ করান মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: মুসা আহমেদ
-
১২০০ স্বেচ্ছাসেবী চারটি দলে ভাগ হয়ে প্যারিস খালের চারটি অংশে ময়লা পরিষ্কার কার্যক্রম শুরু করে। একটি দলের সঙ্গে যুক্ত হয়ে ময়লা পরিষ্কার করতে মেয়র মো. আতিক হাতে গ্লাভস পরে নিজেই খালে নেমে যান। ছবি: মুসা আহমেদ
-
এর আগে ৩১ জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ডিএনসিসি মেয়র। ছবি: মুসা আহমেদ