ব্যস্ত নগরীর পাশেই গড়ে উঠেছে ইটভাটা
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪
আপডেট: ০২:৪৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২৪
ব্যস্ত নগরী রাজধানী ঢাকা। চারপাশে শুধু দালান আর দালান। সময়ের সঙ্গে পাল্টা দিয়ে বেড়ে চলছে এসব দালান-কোঠার সংখ্যা।
-
আর এই ব্যস্ত নগরীতে দালান তৈরির জন্য প্রয়োজন অনেক ইটের। এসব ইট আগে আনা হতো দেশের বিভিন্ন জায়গা থেকে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
তবে এখন আর তার প্রয়োজন হয় না। শহরের আশপাশের এলাকায় গড়ে উঠেছে অনেক ইটের ভাটা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
দক্ষিণ কেরানীগঞ্জের একটি ইটভাটায় গিয়ে দেখা গেছে শতশত শ্রমিকের অক্লান্ত পরিশ্রম। ছবি: বিপ্লব দীক্ষিত
-
কাঁচা ইট রোদে শুকাতে ব্যস্ত শ্রমিকরা। ছবি: বিপ্লব দীক্ষিত
-
শ্রমিকরা মাথায় করে ইট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করে চলছেন নারী শ্রমিকরাও। ছবি: বিপ্লব দীক্ষিত