সরিষার হলুদ ফুলে সেজেছে মাঠ
চলতি মৌসুমে ফেনীতে সরিষা চাষ হয়েছে ৬ হাজার ৬৬ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। ২০২৩ সালে তিন হাজার ৪৯৪ হেক্টর জমিতে চার হাজার ৬৭০ টন সরিষা উৎপাদন হয়েছে। বিগত বছরে ফলন ভালো হওয়ায় চাষ বেড়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা।
-
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, সরিষার উৎপাদন বাড়ানোর জন্য এ বছর প্রণোদনা দেওয়া হয়েছে ১৬ হাজার ২০০ বিঘা জমিতে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
সরিষা ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি আর প্রজাপতি। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ফেনীর ৬টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে সোনাগাজী উপজেলায়। এখানে আবাদ হয়েছে ২ হাজার ৪৭০ হেক্টর জমিতে। সদর উপজেলায় ১ হাজার ৯৩০ হেক্টর, ছাগলনাইয়া উপজেলায় ৫৮০ হেক্টর, ফুলগাজী উপজেলায় ৬৩৫ হেক্টর, পরশুরাম উপজেলায় ২২৬ হেক্টর এবং দাগনভূঞা উপজেলায় ২২৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
ফেনী সদরের পাঁচগাছিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার জানান, সদর উপজেলার মধ্যে পাঁচগাছিয়া ইউনিয়নে সরিষা আবাদ বেড়েছে। কয়েকটি সরিষা ক্ষেতে মৌবক্স স্থাপন করা হয়েছে। এতে কৃষকেরা সরিষা চাষে আরও উৎসাহিত ও আর্থিকভাবে লাভবান হবেন। ছবি: আবদুল্লাহ আল-মামুন
-
ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. একরাম উদ্দিন জানান, আমন ও বোরো ধানের মাঝামাঝি দুইমাস সময়ে কৃষকেরা সরিষা চাষ করে আর্থিকভাবে সাবলম্বী হবেন। এতে ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে। ছবি: আবদুল্লাহ আল-মামুন