সাগরপাড়ে ফুলের মেলা
চট্টগ্রামের সীতাকুন্ডের ডিসি পার্ক সাজানো হয়েছে হরেক রকম ফুল দিয়ে। ১৯৪ একর জমির ওপর গড়ে ওঠা এ বাগানে রয়েছে ১২৭ প্রজাতির লক্ষাধিক ফুলের চারা।
-
দর্শকপ্রিয় করতে বাগান সাজানো হয়েছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে। বাহারি সব ফুলের সৌরভ ছড়িয়ে পড়ছে চারদিকে। ছবি: এম মাঈন উদ্দিন
-
শুধু তাই নয়, আয়োজন করা হয়েছে ফুল উৎসবের। পাশাপাশি থাকছে সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি, ভায়োলিন ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব। ছবি: এম মাঈন উদ্দিন
-
তবে ফুল উৎসবের আগে থেকেই হাজারো দর্শক এই বাগান দেখতে আসছেন প্রতিদিন। ছবি: এম মাঈন উদ্দিন
-
এক পাশে ফুলের বাগান, অন্য পাশে লেক। এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন দর্শনার্থীরা। ছবি: এম মাঈন উদ্দিন
-
ফুল দিয়ে তৈরি করা হয়েছে ভালোবাসার প্রতীক ‘লাভ চিহ্ন’। ছবি: এম মাঈন উদ্দিন
-
বাগানের চারপাশ সাজানো হয়েছে গাঁদাসহ বিভিন্ন ফুল দিয়ে। ছবি: এম মাঈন উদ্দিন
-
লেকের পাশে রাস্তাতেও রয়েছে বাহারি সব ফুলের গাছ। ছবি: এম মাঈন উদ্দিন
-
বাগানে লাগানো হয়েছে নানারকম সূর্যমুখী ফুল। ছবি: এম মাঈন উদ্দিন