আজকের আলোচিত ছবি: ২১ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
‘জনগণের সমর্থন নিয়ে জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হওয়া উচিত। তবে তার জন্য অবাধ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, যেখানে ভোটাররা নির্বিঘ্নে নিজ পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবেন।’ আজ বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এসব মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
গণমাধ্যমকর্মী আইনের খসড়া সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাবনা সরকারের কাছে দেওয়া হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং সচিব মো. মকবুল হোসেনের কাছে তুলে দেওয়া হয় এই প্রস্তাবনা। ছবি: জাগো নিউজ
-
দেশের প্রয়োজনে মন্ত্রী, এমপিসহ সবার বাড়ি ও অফিস থেকে ৬ মাসের জন্য এসি ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন পরামর্শ দেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জনগণের মধ্যে ধর্মীয় সম্প্রীতি-সচেতনতা বাড়াতে প্রচারণা চালাবে সরকার। ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় মিডিয়া প্রতিষ্ঠান বাংলাঢোল লিমিটেড ও আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান রিভ সিস্টেম লিমিটেড এ প্রচারণা চালাবে। আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও প্রচারের দায়িত্ব পাওয়া দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়েছে। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশ-ভারত সীমা দিয়ে দালালদের মাধ্যমে রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। আজ দুপুরে পিলখানায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলে যাওয়ার ঘটনা এর আগেও শোনা গেছে। কিন্তু কখনও দেখেছেন গরমের কারণে ট্রেনের সিগন্যাল গলে গেছে? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে ব্রিটেনে। দেশটির ন্যাশনাল রেলওয়ের পক্ষ থেকেই এমন কিছু ছবি শেয়ার করা হয়েছে। ছবি: সংগৃহীত