আজকের আলোচিত ছবি: ১৯ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বজ্রকঠিন মনোবল ও ইস্পাত কঠিন সংগ্রামী চেতনা নিয়ে নির্বাচন কমিশনকে কাজ করার আহ্বান জানিয়েছে ইসিলামী ঐক্যজোট। প্রচণ্ড ঝড়, তুফানের মুখেও সত্যের পথ সবসময় আঁকড়ে থাকতে হবে বলেও নির্বাচন কমিশনকে পরামর্শও দিয়েছে দলটি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে অংশ নিয়ে ইসলামী ঐক্যজোট এই আহ্বান জানিয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরীসহ ৮ আসামির ১১ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
৭৫ লাখ ডোজ টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হলে বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। আজ বুস্টার দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) টিকা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
এখন থেকে ঋণের ভালোমন্দের দায় ব্যাংকের পরিচালনা পর্ষদকেই নিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংকের কাজেমি সেন্টারে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। ছবি: জাগো নিউজ
-
ভারত-চীন সীমান্ত থেকে নিখোঁজ হয়েছেন ১৯ ভারতীয় শ্রমিক। অরুণাচল প্রদেশের কাছে কুরুং কুমে জেলা থেকে নিখোঁজ হন তারা। বর্তমানে শ্রমিকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই শ্রমিকরা ডমিন এলাকার রাস্তা তৈরির কাজ করতে আসাম থেকে অরুণাচল প্রদেশ গিয়েছিলেন। এই এলাকাটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে খুব বেশি দূরে নয়। ছবি: সংগৃহীত