আজকের আলোচিত ছবি: ১৮ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামীকাল থেকে সারাদেশে এক ঘণ্টা করে লোডশেডিং করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি বিএনপি ও সমমনা কিছু দল নির্বাচনে আসবে না। আমরাও মনে করি, বিএনপি যদি এ নির্বাচনে অংশ না নেয় তাহলে আমাদের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্দেশ্য সফল হবে না। আজ বিকেলে নির্বাচন ভবনে খেলাফত মজলিশের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের (জিইএমকো) কাছ থেকে ৮২৫টি ২৫০ কেভিএ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কিনবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) । যার অর্থিক মূল্য ৪০ কোটি ১৬ লাখ টাকা। আজ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সভাকক্ষে এ বিক্রয়ের লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগস্টের শুরুতে পাঁচ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সুরক্ষা অ্যাপে শিক্ষা কেন্দ্রগুলোতে নিবন্ধন সম্পন্ন হলেই এই কার্যক্রমের শুরু হবে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কার্যক্রমবিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। ছবি: জাগো নিউজ
-
দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর নামে নাটোরে একটি নার্সিং কলেজ চালু করা হয়েছে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ’ এর উদ্বোধন করেছেন নার্সিং কলেজের চেয়ারম্যান ও প্রাণ-আরএফএলের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী। ছবি: জাগো নিউজ
-
সুদানের দক্ষিণ-পূর্ব ব্লু নাইল রাজ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। আজ সহিংসতার জেরে ওই এলাকা ছেড়ে পালিয়েছেন কয়েক ডজন পরিবার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত