আজকের আলোচিত ছবি: ১৭ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বন্যার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো সেই অনুযায়ী পরীক্ষার সংশোধিত সময়সূচি তৈরি করে প্রকাশ করবে। এসএসসি শুরুর ৪৫ দিন পর অর্থাৎ নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা আমোদ-ফুর্তি করতে পদে আসি নাই। রাজনৈতিক সমঝোতা এবং ঐকমত্য খুবই দরকার। আমরা বেদনাহত হই যখন বক্তব্যগুলো সাংঘর্ষিক হয়। আজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে এমন মন্তব্য করেন সিইসি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, উপাত্ত সুরক্ষা আইন তথ্য বা উপাত্ত নিয়ন্ত্রণের জন্য নয় বরং সেটিকে সুরক্ষার জন্য করা হচ্ছে। এ আইন যাতে সর্বজনীন হয়, তার জন্য বিভিন্ন পরামর্শ সভা করা হচ্ছে। আজ রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘উপাত্ত সুরক্ষা আইন-২০২২’র খসড়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আষাঢ় শেষে শ্রাবণ মাস শুরু হলেও তেমন বৃষ্টি নেই নওগাঁয়। প্রখর রোদে সব শুকিয়ে যাচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে আমন ধান রোপণ। বিকল্প পদ্ধতিতে পানি দিয়ে বীজতলা তৈরি হলেও বৃষ্টির অভাবে অনেকে চাষাবাদ করতে পারছেন না। আবার অনেকে নলকূপ বা নীদ-নালা থেকে পানি দিয়ে জমিতে চাষাবাদ করেছেন। তবে খরচের অভাবে নিয়মিত পানি দিতে না পারায় মাটি ফেটে চৌচির হয়ে গেছে। ছবি: আব্বাস আলী
-
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। বøুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। ছবি: সংগৃহীত