আজকের আলোচিত ছবি: ১৬ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম দেশ। এখানে আইনের মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ঈদুল আজহা উদযাপন শেষে এখনো ঢাকায় ফিরছেন অনেক মানুষ। ঈদের ছুটি শেষ হলেও অনেকেই কর্মস্থলে যোগ দেবেন আগামী। সে কারণে শনিবার ভোর থেকে রাজধানীমুখী মানুষের চাপ দেখা গেছে গাবতলীতে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীতে এসে গন্তব্যে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় বসে আসেন গ্রাম থেকে আসা এই যাত্রীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
তীব্র গরমে দিশেহারা রাজধানীবাসী। গরম থেকে বাঁচতে অনেকেই ফুটপাতের শরবত খাচ্ছেন। মাহবুব আলম
-
ইউরোপের বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে শত শত ফায়ারফাইটাররা কাজ করছে। তবে ধারণা করা হচ্ছে, আগুন সহজে নিয়ন্ত্রণ হবে না। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত