আজকের আলোচিত ছবি: ১৫ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দৌলতদিয়া ঘাটে আজও কর্মস্থলে ফেরা মানুষের চাপ অব্যাহত রয়েছে। তবে যানবাহনের কোনো সারি নেই সিরিয়াল। ফলে ভোগান্তি ছাড়াই পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। নির্বিঘ্নে পার হচ্ছে যানবাহনও। ছবি: রুবেলুর রহমান
-
আজ সকালে ঘাটে গিয়ে এমন চিত্র দেখা যায়। বেলা বাড়ার সঙ্গ সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ে। ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে চাপ বেড়েছে যাত্রী ও যানবাহনের। ছবি: রুবেলুর রহমান
-
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে চাঁদপুর লঞ্চঘাটে বেড়েছে ঢাকামুখী যাত্রীর চাপ। আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত যাত্রী নিয়ে সাতটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ছবি: জাগো নিউজ
-
পদ্মা সেতুসহ সব সড়ক ও সেতুতে বাইকের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আলাদা বাইক লেনের দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন। আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাইকার সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। এবার ঈদুল আজহার ছুটিতে এ সৈকতে রেকর্ড সংখ্যক পর্যটকের দেখা মিলেছে। যা সম্ভব হয়েছে পদ্মা সেতুর কারণে। আজ সকাল থেকেই সৈকতে আনন্দে মেতেছেন হাজার হাজার পর্যটক। গত ১২ জুলাই থেকে পর্যটকদের আগমন শুরু হয় এ পর্যটন কেন্দ্রটিতে। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। আজ লঙ্কান প্রধান বিচারপতি জয়ন্তা জয়সুরিয়ার কাছে শপথবাক্য পাঠ করেন তিনি। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।