আজকের আলোচিত ছবি: ১৪ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদুল আজহার ছুটি কাটিয়ে রাজধানীতে আজও রাজধানীতে ফিরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যাত্রীদের ভিড় না থাকলেও ব্যস্ত রাজধানীতে মানুষের প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
‘ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প’ এবং ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট ’ নামক দুটি বেসরকারি প্রতিষ্ঠান খুলে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবির মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। ছবি: জাগো নিউজ
-
বরগুনার প্রধান নদীগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে পানি। এতে ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করেছে তালতলী উপজেলার বেশকিছু গ্রামে। ওই এলাকার আটটি গ্রাম গত চারদিন ধরে জোয়ারের পানিতে ভাসছে। ছবি: জাগো নিউজ
-
বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় এক তরুণের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখলের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত
-
বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কায় এক তরুণের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় দখলের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত