আজকের আলোচিত ছবি: ১৩ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদের ছুটি শেষে আজও দেশের দক্ষিণাঞ্চলের মানুষ রাজধানীতে ফিরছেন। আজ সকালে সরঘাটে গিয়ে ঢাকায় ফেরা মানুষের চাপ দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সদরঘাটে রাজধানীতে ফেরা মানুষের ভিড়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবারই খুলেছে সরকারি-বেসরকারি অফিস-কর্মস্থল। তবে এখনো অফিসপাড়ায় ঈদের আমেজ কাটেনি। ছবি: জাগো নিউজ
-
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি সোমবার পর্যন্ত থাকলেও অধিকাংশ কর্মকর্তা-কর্মচারি মঙ্গল থেকে বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। এরপর সাপ্তাহিক ছুটি শুক্র শনিবার থাকায় রোববার থেকে অফিসপাড়া জমজমাট হতে পারে। ছবি: জাগো নিউজ
-
ঈদের আগে নানা ব্যস্ততার কারণে বাড়ি যেতে না পারলেও ঈদের চতুর্থদিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। কেউ পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে আবার কেউ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়ছেন। ছবি: জাগো নিউজ
-
বিক্ষোভের মুখে প্রথমে প্রেসিডেন্ট প্যালেস থেকে অন্যত্র এরপর দেশ থেকে পলায়ন। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের এ হেন অবস্থা চলছে কয়েকদিন ধরে। এবার তিনি দেশ ছেড়ে সস্ত্রীক মালদ্বীপে পালিয়েছেন। জানা গেছে, বুধবার (১৩ জুলাই) সকালে মালদ্বীপে পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ভেলানা বিমানবন্দরে মালদ্বীপের সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। ছবি: সংগৃহীত