আজকের আলোচিত ছবি: ১২ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মোটরসাইকেলের কারণে দুর্ঘটনা বেশি হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বন্যা দুর্গত এলাকায় পানি কমায় কিছুটা ঈদের আনন্দ দেখা গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অতিরিক্ত যাত্রী ও ঢাকায় ঢোকার মুখে যানজটের কারণে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বেশির ভাগ বাসই দেরিতে ছাড়ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যাওয়ার বাস পাচ্ছেন না। প্রায় প্রতিটি বাসেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এসব নিয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সকালে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। অফিস খুললেও ঈদের আমেজে কর্মকর্তারা। আজ সকাল থেকে সচিবালয় ঘুরে দেখা গেছে, বেশিরভাগ মন্ত্রণালয় ও বিভাগেই শূন্যতা বিরাজ করছে। বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীই অফিস করছেন না। মন্ত্রণালয়গুলোর জরুরি সেবা সংশ্লিষ্ট দু-একটি শাখা খোলা রয়েছে। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার দখলে থাকার নোভা কাখোভকা শহরে হামলা চালিয়েছে ইউক্রেন সেনারা। এতে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ান গণমাধ্যম তাস। রাশিয়া-সমর্থিত আঞ্চলিক প্রশাসনের নেতা, ভ্লাদিমির লিওন্তিয়েভের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ছবি: সংগৃহীত