আজকের আলোচিত ছবি: ১১ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকায় বসবাস করা মানুষ ঈদের পরদিনও গ্রামের বাড়িতে ছুটছেন। সকাল থেকে গাবতলী দূরপাল্লার বাস কাউন্টারে ভিড় দেখা গেছে। গণপরিবহনে যাত্রীর চাপ বেশি থাকায় কোনো কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি এলাকায় কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদুল আজহার দ্বিতীয় দিন চিরচেনা যানজটের শহর ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ঢাকার ব্যস্তময় সড়ক যেন সুনসান। ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। মহল্লা, মার্কেট, সড়ক সবখানেই কমেছে কোলাহল। এ যেন এক অন্যরকম শহর। ঈদ আনন্দে ব্যস্ত নগরী এখন ফাঁকা। সড়কে নেই যানবাহনের চাপ। কমেছে কোলাহল, নাগরিক ব্যস্ততা। মাঝে মধ্যে দু-একটা গাড়ির দেখা মিলছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদুল আজহার দ্বিতীয়দিনেও কোরবানি পশুর চামড়া আসতে শুরু করেছে লালবাগের পোস্তায়। তবে, বিগত বছরগুলোর তুলনায় এবার চামড়ার পরিমাণ একেবারেই কম বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। তাদের দাবি, সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে চামড়া বেশি যাচ্ছি। ছবি: জাগো নিউজ
-
বিএনপিকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (১০ জুলাই) রাতে রাজধানীর গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
হজে গিয়ে সৌদি আরবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চলতি বছরও অনেকেই অসুস্থ হয়েছেন। তবে এসব রোগীদের জন্য রয়েছে যথাযথ চিকিৎসার ব্যবস্থা। রোববার (১০ জুলাই) ইরানের একজনের হঠাৎ হার্ট অ্যাটাক হয়। এরপর মক্কার কিং আব্দুল্লাহ মেডিকেল সিটিতে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়। আজ সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। ছবি: সংগৃহীত