আজকের আলোচিত ছবি: ১০ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আজকের ঈদের জামাত উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদুল আজহার দিনও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকেই। গাবতলী টার্মিনাল থেকে দেশের উত্তর, পশ্চিম ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাস। সড়কে যানজট না থাকায় অনেকটা ভোগান্তি ছাড়াই বাড়ি যাওয়ার কথা বলছেন যাত্রীরা। তবে আছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। আজ গাবতলী টার্মিনাল ঘুরে এ চিত্রই দেখা গেছে। কেউ দেরি করে ছুটি পেয়েছেন, কেউ আবার কুরবানির কাজ ও পশুর মাংস সংগ্রহ করেছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ ঈদুল আজহার দিনেও গাবতলী গরুর হাটে শতাধিক গরু দেখা যায়। বেশিরভাগ অবিক্রীত গরু ব্যাপারীরা নিয়ে গেছে বলে জানা যায়। তবে অনেক ব্যাপারী বড় গরু নিয়ে হাটে বসে আছেন বিক্রির আশায়। ক্রেতারাও তুলনামূলক কম দামে বড় গরু কিনতে হাটে আসছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। একসঙ্গে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন বলে দাবি করেছেন আয়োজকরা। আজ সকাল সাড়ে ৮টায় দেশের সবচেয়ে বড় এ ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাসেমী। ছবি: জাগো নিউজ
-
গর্ভপাতের অধিকার ফিরে পেতে হোয়াইট হাউজের অভিমুখে যাত্রা শুরু করেছে দেশটির হাজার হাজার নাগরিক। প্রবল বৃষ্টি ও গ্রেফতারের ঝুঁকি থাকা সত্ত্বেও নাগরিকরা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে জড়ো হয়েছে। ছবি: সংগৃহীত