আজকের আলোচিত ছবি: ৯ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সড়ক পথে নানা দুর্ভোগ ও ভোগান্তির কথা চিন্তা করে ঈদের আগ মুহূর্তে শেষ দিনে দক্ষিণবঙ্গের অনেকেই বাড়ি ফিরছেন লঞ্চে। সকাল থেকেই লঞ্চগুলোতে ছিল বেশ ভিড়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নানা কাজের ব্যস্ততায় শেষ মুহূর্তে লঞ্চ পেয়ে খুশি যাত্রীরাও। আজ রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে এমন চিত্রই দেখা যায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে গিয়েও দেখা গেছে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদুল আজহা ঘিরে দেশের কোথাও কোনো নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির তথ্য নেই। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং মানুষের ঈদ উদযাপন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. কামরুল হাসান। ছবি: জাগো নিউজ
-
গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা। এরই মধ্যে হাজার হাজার বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট গোটাবায়া রাজা পাকসের বাসভবনে ঢুকে পড়েছে। তার ঠিক আগেই প্রেসিডেন্টকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা দেশেই অগ্নিগর্ভ পরিস্থিতি। ছবি: সংগৃহীত