আজকের আলোচিত ছবি: ৮ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে ব্যস্ত হয়ে উঠেছে রাজধানীর কামারপাড়া ও ছুরি-চাপাতির দোকানিরা। ধারালো ছুরি-চাপাতি, দা-বঁটি, চাকু-ছেনি, কাতানি-কুঁড়ানিসহ কোরবানির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ রাজধানীর নয়া বাজার, কাপ্তান বাজার ঘুরে কামার ও দোকানিদের এমন ব্যস্ততা দেখা যায়। নয়াবাজারের এক কামারশালায় দেখা যায়, তিন কর্মচারীর একজন চাপাতি তৈরি করতে শান দিচ্ছেন। অপরজন কয়লার আগুনে লোহা পোড়াচ্ছেন। আরেকজন ঠুকঠাক শব্দে হাতুড়ি দিয়ে গরম লোহা পেটাচ্ছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদ সবার কাছে আনন্দের হলেও ঘরেফেরা মানুষের কাছে ঈদযাত্রা অনেকটা ভোগান্তির নাম। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া, শিডিউল বিপর্যয়, টিকিট সংকটসহ সড়কে দীর্ঘ যানজটে ঈদযাত্রা স্বস্তির হয় না অধিকাংশ মানুষের কাছে। তাই অনেকেই ট্রাকে করে বাড়ি যাচ্ছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি লক্ষ্য কের গুলি চালানো ব্যক্তিকে ঘটনাস্থল আটক করেন নিরাপত্তাকর্মীরা। ছবি: সংগৃহীত