আজকের আলোচিত ছবি: ৭ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ট্রেনে ঈদযাত্রা শুরুর প্রথম দুদিনের মতো আজ তৃতীয় দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে ট্রেনে ওঠার প্রতিযোগিতা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ সকালে সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে যাচ্ছে। দু-একটি ট্রেন ছাড়ছে সামান্য দেরিতে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অস্ট্রেলিয়ায় ১৫-১৮ ঘণ্টা লোডশেডিং হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীর পশুর হাটগুলোতে ভেটেরিনারি চিকিৎসকদের ২২টি টিম যোগ দিয়েছে। আজ থেকে দলগুলো পশুর স্বাস্থ্য পরীক্ষা ও কোরবানির অনুপযুক্ত পশু শনাক্তে কাজ করবে। ছবি: মাহবুব আলম
-
পাকিস্তানে প্রবল বর্ষণে অন্তত ৭৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তান প্রদেশে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত