আজকের আলোচিত ছবি: ৫ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনপ্রতিনিধি যে দলেরই হোক না কেন, ভালো কাজের প্রশংসা তার করতে হবে। ভালো কাজের স্বীকৃতি না দেওয়ার কোনো কারণ নাই। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশনের সদ্য নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে (কুসিক) নির্বাচন কমিশন (ইসি) চুনোপুঁটিদের ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আইন প্রয়োগ করেছে। আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কুমিল্লা সিটির নবনির্বাচিত জনপ্রতিনিধিদের তথ্যের বিশ্লেষণ উপস্থাপন করতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাটে দেখা যায় বিশাল আকারের এ গরুটি মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রাম থেকে নিয়ে এসেছেন আসমা বেগম। তার মেয়ে নাজমা বেগমকে সঙ্গে নিয়ে গরুটি বড় করেছেন আসমা। গরুটির নাম দিয়েছেন রাজা। নিজের জমি জায়গা বলতে কিছুই নেই।
-
কোরবানি ঈদকে কেন্দ্র করে ফ্রিজ বিক্রি বেড়েছে। রাজধানীর বিভিন্ন ইলেকট্রনিকস দোকানে ঘুরে এমনটাই দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী মাগদালেনা অ্যান্ডারসন। রাজধানী কিয়েভে তাদের সাক্ষাৎ হয়েছে। সে সময় তারা প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা বিষয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত