আজকের আলোচিত ছবি: ১ জুলাই ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়। এদিন দেওয়া হয়েছে ৫ জুলাইয়ের টিকিট। তবে টিকিট বিক্রির প্রথম দিনেই তিন ঘণ্টার মধ্যে প্রায় সব টিকিট শেষ হয়ে যায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘হলি আর্টিসানের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যদি ঘুরে দাঁড়াতে না পারতাম, তাহলে আজ যে পদ্মা সেতু, মেট্রোরেল দেখছি তার কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হতো না।’ আজ দুপুরে রাজধানীর গুলশান পুরোনো থানার সামনে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’-এ শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শতবর্ষের প্রাচীন বলাইশিমুল খেলার মাঠে আশ্রয়ণ প্রকল্প না করার দাবি জানিয়েছে এলাকাবাসী। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বালাইশিমুল ইউনিয়নবাসী ব্যানারে ‘শতবর্ষী প্রাচীন বালাইশিমুল খেলার মাঠ থেকে আশ্রয়ণ প্রকল্প অন্যত্র স্থাপনের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। ছবি: জাগো নিউজ
-
অবিলম্বে সব পোশাক শ্রমিকের জুন মাসের বেতন ও ঈদের আগেই পূর্ণ বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক নেতারা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ- জি-স্কপ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসুচীতে তারা এ দাবি জানান। ছবি: মাহবুব আলম
-
করোনা মহামারিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্য। এখন পঞ্চম ঢেউয়ে প্রবেশ করতে যাচ্ছে দেশটি। তবে আশ্চর্যজনক হলেও সত্য যুক্তরাজ্যের একটি দ্বীপে এখনো করোনা ভাইরাস হানা দিতে পারেনি অর্থাৎ সেখানের একজন মানুষও করোনায় আক্রান্ত হয়নি। ছবি: সংগৃহীত