আজকের আলোচিত ছবি: ২৯ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নড়াইলে একজন অধ্যক্ষকে জুতার মালা পরানোর ঘটনায় কার কতটুকু গাফিলতি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঈদুল আজহা উপলক্ষে আজ সচিবালয়ে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
সুপ্রিম কোর্টের নবনির্মিত বিজয়-৭১ ভবনে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেছেন দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বিকেল ৪টার দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এ ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সরকার কিছুটা চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সঙ্গে আওতাধীন দপ্তর-সংস্থা প্রধানদের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণসহ ১১ দফা দাবি ও সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। আজ রাজধানীর সেগুনবাগিচায় সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে সেখানের শতাধিক বাড়ি-ঘর ঝুঁকিতে পড়েছে। এরই মধ্যে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করেছে। ছবি: সংগৃহীত