আজকের আলোচিত ছবি: ২৭ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খোলার অপরাধে আটক বায়েজিদ তালহাকে আজ সিআইডির সংবাদ সম্মেলের সময় উপস্থিত করা হয়। আজ দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ। ছবি: জাগো নিউজ
-
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে আজ বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ছবি: জাগো নিউজ
-
শুধু আমলাদের ওপর নির্ভর না করে রাজনীতির পাশাপাশি সমাজ সংস্কারে রাজনীতিবিদের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে কোনো আয়োজন করতে দেখি না। তারা তাকিয়ে থাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) করবে, সেখানে তাদের দাওয়াত দিতে হবে। কিন্তু এটাতো তাদেরও করার কথা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে মোটরসাইকেল সড়কের ওপর রেখে বাস, ট্রাক ও প্রাইভেটকার চলাচলে বাধা দিয়েছেন বাইকাররা। আজ দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত তারা সড়ক অবরোধ করেন। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের মারিউপোল শহরের বিধ্বস্ত ভবন থেকে শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শহরের মেয়রের উপদেষ্টা জানিয়েছেন, কর্তৃপক্ষ একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে শতাধিক মরদেহ উদ্ধার করেছে। ছবি: সংগৃহীত