অভাবে সাবান বিক্রি করছেন অভিনেত্রী
এক সময়ে তিনি ছিলেন ব্যস্ততম অভিনেত্রী। কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। এখন তিনি অর্থের অভাবে করুণ জীবনযাপন করছেন।
-
একের পর এক সুপারহিট ছবির কল্যাণে রূপালি পর্দা মাত করেছেন যিনি, তাকেই কি না দরজায়-দরজায় গিয়ে সাবান বিক্রি করতে হলো। ছবি: সংগৃহীত
-
তার নাম ঐশ্বর্য। বাস্তব জীবনেও তার বৈভব কম ছিল না। নামের সঙ্গে সঙ্গতি রেখে একের পর এক সফল ছবির অভিনেত্রী হওয়ায় তার ঢের ‘ঐশ্বর্য’ ছিল। ছবি: সংগৃহীত
-
দক্ষিণী ছবির অভিনেত্রী ঐশ্বর্যের মা-ও জনপ্রিয় অভিনেত্রী। তার নাম লক্ষ্মী। তার ঝুলিতে রয়েছে ভারতের জাতীয় পুরস্কার। ছবি: সংগৃহীত
-
১৯৮৯ সালে তেলুগু ছবি ‘আদিভিলো অভিমন্যুডু’-এর হাত ধরে অভিষেক হয় ঐশ্বর্যের। তার বিপরীতে ছিলেন জগপতি বাবু। ছবি: সংগৃহীত
-
এরপর দক্ষিণের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেন তিনি। দক্ষিণের বিভিন্ন ভাষায় ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ছবি: সংগৃহীত
-
তেলুগু ছাড়াও তামিল, মালয়ালাম, কন্নর ছবির জগতেও তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ছবি: সংগৃহীত
-
এতো সাফল্যের পরও অর্থাভাবের সম্মুখীন হন দক্ষিণী ওই অভিনেত্রী। ছবি: সংগৃহীত
-
সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীনই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ছবি: সংগৃহীত
-
বিয়ের পরই লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াকে বিদায় জানান। ছবি: সংগৃহীত
-
১৯৯৪ সালে তানভির আহমদের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৯৬ সালে বিবাহবিচ্ছেদ। সময় যায়। এক সময় তার একমাত্র মেয়েরও বিয়ে হয়ে যায়। ছবি: সংগৃহীত
-
মেয়ের বিয়ের পর আর্থিক অসচ্ছলতা আরও থাবা বসায় তার সংসারে। ছবি: সংগৃহীত
-
‘বাঁচতে হলে টাকা চাই’ এই কথার বাস্তবতা ধরে কাজ খুঁজতে থাকেন ঐশ্বর্য। ছবি: সংগৃহীত
-
কিন্তু ছবি বা টেলিভিশন কোথাও তিনি সুযোগ পাননি। ছবি: সংগৃহীত
-
তারপরই নিজের ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেন ওই অভিনেত্রী। ছবি: সংগৃহীত
-
বর্তমানে অর্থের প্রয়োজনে বাড়ি-বাড়ি সাবান বিক্রি করছেন দক্ষিণী অভিনেত্রী। ছবি: সংগৃহীত