ত্রাণের আশায় ছুটছে মানুষ
সুনামগঞ্জে নৌযান দেখলেই ঝুঁকি নিয়ে ত্রাণের আশায় আসছেন বানভাসি মানুষ। ছবিতে দেখুন মানুষের দুর্দশার দৃশ্য।
-
সাঁতার কেটে, গলাসমান পানিতে নেমেও নৌযানের কাছাকাছি আসছেন তারা। তবে বেশিরভাগই ফিরছেন শূন্য হাতে। ছবি: লিপসন আহমেদ
-
প্রতিযাগিতায় না পারা বৃদ্ধ ও শিশুরা ভীষণ বেদনা নিয়েই ফিরছেন। সুনামগঞ্জ জেলার বেশিরভাগ এলাকাজুড়েই এই অবস্থা। ছবি: লিপসন আহমেদ
-
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোস্ট গার্ডের বোর্ডের সামনে এক প্যাকেট ত্রাণ ভিড় করেছে মানুষ। ছবি: লিপসন আহমেদ
-
শুধু জীবন নয় শিশু থেকে শুরু করে নারী-পুরুষ ও বৃদ্ধসহ সবাই ছুটছে ত্রাণের আশায়। ত্রাণের জন্য এমন চিত্র এখন সুনামগঞ্জ জেলাজুড়েই। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গত বৃহস্পতিবার সুনামগঞ্জের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়। শুক্রবার ভোর তিনটায় কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় জেলার ৮০ ভাগেরও বেশি এলাকা। ছবি: লিপসন আহমেদ
-
সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও ছাতকের বেশিরভাগরেই চাল ছুঁয়েছে ঢলের পানি। তালা দেওয়া অনেক দুতলা গুরুত্বপূর্ণ অফিস ও ব্যক্তি মালিকানাধীন ভবনের তালা ভেঙে জীবন বাঁচিয়েছেন লাখো মানুষ। ছবি: লিপসন আহমেদ
-
ভয়াবহ বন্যার তাণ্ডবে ঘরে থাকা ধান-চাল, জমিত থাকা সবজি, পুকুরের মাছ সবই ভেসে গেছে। কিন্তু বর্তমানে বন্যার পানি কিছুটা কমলেও ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই। বেশিরভাগ দোকানপাঠও এখনো খুলতে পারেন নি দোকানীরা। এই অবস্থায় খাদ্য সংকট জেলার বেশিরভাগ এলাকায়। মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকলেই মহাবিপদ পড়েছেন। ছবি: লিপসন আহমেদ
-
নদীতে হাওরে নৌযান দেখলেই ত্রাণের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসছেন নারী- পুরুষ, শিশু ও বৃদ্ধরা। ত্রাণ পাবার আকুতি সকলের কণ্ঠ। ছবি: লিপসন আহমেদ