আজকের আলোচিত ছবি: ২১ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ হেলিকপ্টারে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে সিলেটের হযরত শাহ জালাল (রা.) ও হযরত শাহ পরানের (রা.) মাজার জিয়ারত করেন। এসময় তিনি বন্যাকবলিত এলাকার মানুষের জন্য মহান আল্লাহর কাছে দোয়া মোনাজাত করেন। ছবি: পিএমও
-
সুনামগঞ্জে ভয়াবহ বন্যার আজ পাঁচ দিন। এখনও খেয়ে না খেয়ে পানি বন্দি অবস্থায় জীবন যাপন করছে মানুষ। তবে আশার আলো শহরের ঘরবাড়ি ও রাস্তা ঘাট থেকে পানি নামতে শুরু করেছে। ছবি: লিপসন আহমেদ
-
পানিবন্দি মানুষ জানান, দোকানপাট খুললে কি হবে। বন্যার সময় সব কিছুর দাম ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে। এটা নিয়ন্ত্রণ করার কেউ কি নেই। ছবি: লিপসন আহমেদ
-
অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে দায়ভার সরকারের মন্তব্য করে তার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্ট শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
শ্রেণিভিত্তিক কৃষকের তালিকা প্রণয়ন ও স্বাস্থ্য বীমা চালুর দাবি জানিয়েছে প্রত্যাশার বাংলাদেশ। প্রত্যাশার বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মানববন্ধনে সরকারের কাছে ১২টি দাবি তুলে ধরেন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ