আজকের আলোচিত ছবি: ১৯ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সিলেটে কোথাও বন্যার পানি এক থেকে দের ফুট বেড়েছে আবার কোথাও সমপরিমাণ পানি কমেছে। এই বাড়া-কমার মধ্যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে। ছবি: ছামির মাহমুদ
-
রাস্তা ডুবে যাওয়া মানুষের দুর্ভোগের সীমা নেই। ছবি: ছামির মাহমুদ
-
বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এরই মধ্যে আজমিরীগঞ্জ ও নবীগঞ্জে কয়েক হাজার পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন
-
সিলেটে বন্যার্তদের স্বাস্থ্যসেবায় সরকারের কাছে হেলিকপ্টার ও জলযান চাওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যেসব দেশে সবসময় বন্যাকবলিত হয়, সেখানে এ ধরনের ব্যবস্থা থাকে। আজ রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত ‘মৃত্তিকাবাহিত কৃমি সংক্রামক ব্যাধি সামিট ২০২২’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী আপনি অনেক উন্নয়ন করেছেন। এখন একটু দেশের দিকে নজর দিন। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে প্রান্তিক পোল্ট্রি খামারি ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ