আজকের আলোচিত ছবি: ১৭ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সিলেট নগরের নবাবরোড, ঘাসিটুলা, শামীমাবাদ, কানিশাইল, মজুমদারপাড়া, তালতলা, জামতলা, মির্জাজাঙ্গাল, কালীঘাট, মাছিমপুরসহ আরও অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। ছবি: ছামির মাহমুদ
-
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলেও যেসব এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি থাকলেও রাতের মধ্যে তা বেড়ে গলা সমান হয়ে গেছে। ফলে শুক্রবার সকালে অনেক মানুষকে ঘরের চালায় আশ্রয় নিতে হয়েছে। বৃষ্টি হওয়ায় সেখানেও তারা থাকতে পারছেন না। নৌকা না থাকায় আশ্রয়কেন্দ্রেও যেতে পারছেন না। ছবি: ছামির মাহমুদ
-
সিলেটের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও বিদ্যুৎ বিভাগ। ছবি: ছামির মাহমুদ
-
নিরাপদ আশ্রয়ের সন্ধানে যাচ্ছেন বন্যা কবলিত মানুষ। ছবি: ছামির মাহমুদ
-
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে লাগা আগুন সাড়ে আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ইপিজেডের একটি নির্মাণাধীন ফ্যাক্টরির পাইলিংয়ের কাজ চলার সময় ওই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
হোমিওপ্যাথি চিকিৎসার মানোন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠন এবং এ বিষয়ে উচ্চতর গবেষণার জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ ১১ দফা দাবি জানিয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসকরা। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তারা এসব দাবি করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ