আজকের আলোচিত ছবি: ১৬ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত জয়লাভ করলেও ভোটের ব্যবধান আরও বেশি আশা করেছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
কৃষিপণ্যের জাত উদ্ভাবন হচ্ছে কিন্তু সম্প্রসারণ ঠিক ভাবে হচ্ছে না। এ নিয়ে কথা বলতে গিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সহকর্মীদের রুমে রুমে গিয়ে চা-শিঙাড়া খাওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশনে (কেআইবি) জাতীয় ফলমেলা উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এমন কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় তিনদিনের আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী শুরু হয়েছে। আজ এ প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: মাহবুব আলম
-
মহানবি হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতে এক বিজেপি নেতার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বেলা সাড়ে ১২টায় সমাবেশটি বায়তুল মোকাররম থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। ছবি: জাগো নিউজ
-
দেশ এবং দেশের বাইরে মহামারি করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে জানিয়ে সবাইকে শিগগির করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ সচিবালয়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ