আজকের আলোচিত ছবি: ১৪ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ছবি: জাগো নিউজ
-
হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে হজ ফ্লাইটের টিকিট বুকিংয়ে দেরি, ফ্লাইটের নির্ধারিত আসন পূর্ণ করতে অসহযোগিতা এবং ফ্লাইটের সময়সূচি না মানার অভিযোগ উঠেছে। ছবি: জাগো নিউজ
-
আজ নয়াপল্টনের ভাসানী ভবনে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি নেতা গৌতম চক্রবর্তী স্মরণে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল। ছবি: জাগো নিউজ
-
বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সরকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত
-
গত ৫ জুন থেকে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষমেলা। মেলাকে ঘিরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বিশাল মাঠে তৈরি হয়েছে ঘন সবুজের সমারোহ। বৃক্ষপ্রেমীদের পদচারণায় মুখর এবারের বৃক্ষমেলা। ছবি: মাহবুব আলম