আজকের আলোচিত ছবি: ৯ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণার জন্য লাল রঙের ব্রিফকেস হাতে নিয়ে সংসদ ভবনে পৌঁছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ দুপুর ১২টায় সংসদ ভবনে পৌঁছান তিনি। ছবি: জাগো নিউজ
-
অবশেষে ঢাকায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগর জীবনে। বৃষ্টিহীনতায় গত কয়েক দিনে হাঁসফাঁস উঠেছিল নগরবাসীর। গত কয়েকদিন ধরে আকাশে মেঘের আনাগোনা থাকলেও ঢাকায় বৃষ্টি নেই। তাপমাত্রা খুব বেশি না হলেও ছিলো অস্বস্তিকর গরম। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় বাইরে নয় ঘরে ফ্যানের বাতাসেও ঘামছিল শরীর। ছবি: মাহবুব আলম
-
চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডে ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খাদ্য বিতরণ, জরুরি ঔষধ সেবা, পানি ও খাদ্য বিতরণ, তথ্য কেন্দ্র পরিচালনা করে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা। ছবি: সংগৃহীত
-
দেশের অন্যান্য স্থানের মতো চুয়াডাঙ্গার বাজারেও আম, লিচুসহ হরেক রকমের মৌসুমি ফলের দেখা মিলছে। সেই সঙ্গে পাওয়া যাচ্ছে সুস্বাদু তালশাঁসও। প্রচণ্ড তাপপ্রবাহে বাড়ছে ফলটির কদর। চুয়াডাঙ্গা পৌর শহরের অলিগলিসহ উপজেলাগুলোর বিভিন্ন বাজার এলাকার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে তালশাঁস। একটি শাঁস আকারভেদে ৪-৫ টাকা এবং একটি তাল ১০-১৫ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। ছবি: সালাউদ্দীন কাজল
-
দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে কেউ ইচ্ছাকৃত ভাবে অগ্নিসংযোগ করেছে। ওই ঘটনায় আরও ৪৬ জন আহত হয়েছে। ছবি: সংগৃহীত