আজকের আলোচিত ছবি: ৩ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে পালিয়ে যান চাল ব্যবসায়ীরা। এ অভিযান পরিচালনা করেন সংস্থাটির উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস। আজ দুপুরে কৃষি মার্কেটের চালের আড়তে অভিযান চালোনা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা চলে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, আগামী রোববার সকালে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। আজ সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে অভিষেকের ৭০ বছর পূর্তি উদযাপনে চারদিন ধরে চলছে নানা আয়োজন। বৃহস্পতিবার (২ জুন) অনুষ্ঠানের প্রথম দিন ছিল। ১৯৫২ সালে বাবা কিং জর্জের (চতুর্থ) মৃত্যুর পর মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন এলিজাবেথ। ছবি: সংগৃহীত