আজকের আলোচিত ছবি: ২ জুন ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শিল্প-কারখানার বর্জ্য পরিশোধন কেন্দ্র বা ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) অনলাইন ব্যবস্থাপনার আওতায় আসছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সবাই বলে বিদ্যুতের দাম বাড়ছে। আসলে বিদ্যুতের দাম আমরা কোনোবারই বাড়াই না, সমন্বয় করি। আজ জাতীয় প্রেস ক্লাবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত নাগরিক সভায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন ওই এলাকার কয়েকটি পোশাককারখানার শ্রমিকরা। আজ দুপুর দুইটা থেকে পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। এতে মিরপুর ১০ নম্বর ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে ২৫টি এজেন্সির সিন্ডিকেট ২৫ হাজার কোটি টাকা পাচারের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন সম্মিলিত সমন্বয় ফ্রন্টের (বায়রা) সভাপতি ড. মোহাম্মদ ফারুক। আজ জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট (বায়রা) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নোতকর্মীরা রাজপথকে ভয় পায় না। মির্জা ফখরুল সাহেব আসুন, দেখে যান রাজপথ যুব মহিলা লীগের দখলে।’ আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে এ সমাবেশ করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নিষেধাজ্ঞা নেই, কাগজপত্রও সব ঠিক- তবু গম নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারছে না শত শত ভারতীয় ট্রাক। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থলবন্দরে প্রায় তিন সপ্তাহ ধরে আনুমানিক চার লাখ টন গম নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেগুলো। ভারতের কাস্টম কর্তৃপক্ষ গমবোঝাই ট্রাকগুলোকে বাংলাদেশে আসতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত