আজকের আলোচিত ছবি: ৩১ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প হজযাত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীরা এখানে এসে হজে যাওয়ার প্রস্তুতি নেবেন। ছবি: মুসা আহমেদ
-
তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে লাভ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে। আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যুক্তরাষ্ট্র বাংলাদেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর বাবুবাজার এলাকায় চালের আড়তে অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এসময় চাল মজুতকারী বিভিন্ন গুদামে লাইসেন্স আছে কি না- তা পরীক্ষা করা হয়। আজ বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব হারুনুর রশিদ। ছবি: জাগো নিউজ
-
ইউক্রেনের মারিউপোল শহরটি এখন রাশিয়ার দখলে। অবরুদ্ধ ওই শহরের মেয়র ভাদিম বয়চেনকো জানিয়েছেন, সেখানে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত