আজকের আলোচিত ছবি: ৩০ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বোরোর ভরা মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতি রোধে বাজার দেখে দ্রæত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
নরসিংদী রেলস্টেশনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তা, মারধর ও শ্লীলতাহানির চাঞ্চল্যকর এবং আলোচিত ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার নারীর নাম শিলা আক্তার ওরফে সায়মা। আজ নরসিংদীর শিবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছবি: জাগো নিউজ
-
পুরোনো যেসব আইন, নীতি, অধ্যাদেশে তামাক নিয়ন্ত্রণের সমস্যা সৃষ্টি করে, সেগুলো সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করতে হবে। আজ জাতীয় প্রেস ক্লাবে মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা (মানস) আয়োজিত বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২ উপলক্ষে ‘তামাকমুক্ত পরিবেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জিয়াউর রহমানকে স্মরণ করা মানে নির্যাতিত জনগণকে স্মরণ করা। আজ বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘খাদ্যসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইউক্রেনের লুহানস্কের গভর্নর সার্হি হাইদাই বলেছেন, সেভেরোদোনেৎস্ক শহরে গ্যাস এবং পানি নেই। এমনকি সেখানে এসব সেবা আবারও চালু হওয়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত