আজকের আলোচিত ছবি: ২৯ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপিসহ যারা পদ্মা সেতু চায়নি পদ্মা সেতু হয়ে যাওয়ায় তাদের মুখে চুনকালি পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার। আজ রাজধানীতে দিনব্যাপী এক আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কারখানায় উৎপাদনশীলতা বাড়ানো এবং গুণগত মানসম্পন্ন পণ্য তৈরির স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে প্রাণ গ্রুপের দুই সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও সিলভান টেকনোলোজিস লিমিটেড। আজ রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনে কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন হবিগঞ্জ এগ্রো’র পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং সিলভান টেকনোলোজিসের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান। ছবি: জাগো নিউজ
-
স্বাস্থ্য অধিদপ্তরের ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রাজধানীর চাঁনখারপুল এলাকায় মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাকটিভ ডায়াগনস্টিক সেন্টারে মাধ্যমে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২৭ বেসামরিক লোক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত