আজকের আলোচিত ছবি: ২৮ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রয়াত সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এখানে সর্বস্তরের মানুষ তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আবদুল গাফ্ফার চৌধুরীকে গার্ড অব অনার দেওয়া হবে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবেও দেশবরেণ্য সাংবাদিক, কলাম লেখক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভাবনা: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা ও ফেলো নির্বাচনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
ঢাকা শহরের প্রতিটি সড়ক সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে করে শহরের ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’র নবম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
২০ বছর পর মুক্তি পেলেন জাপানের রেড আর্মির সহপ্রতিষ্ঠাতা ফুসাকো শিজেনোবু। ১৯৭৪ সালে দূতাবাস অবরোধের অভিযোগে সশস্ত্র গোষ্ঠীটির এই সহপ্রতিষ্ঠাতাকে সাজা দেওয়া হয়। ছবি: সংগৃহীত