আজকের আলোচিত ছবি: ২৬ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা শতবর্ষী ডেল্টাপ্ল্যান তথা ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখছে সরকার। আজ ‘বাংলাদেশ ডেল্টাপ্ল্যান-২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স: ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস অব ইমপ্লিমেন্টেশন’র উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ও উন্নয়ন সহযোগীরা এই মন্তব্য করেন। ছবি: সংগৃহীত
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন দুজনকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। ছবি: জাগো নিউজ
-
আদালত এলাকায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাৎক্ষণিক মিছিল বের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট ও কেন্দ্রীয় সংগঠনের নেতা এবং আইনজীবীরা। এসময় হামলার প্রতিবাদে ‘সুপ্রিম কোর্টে হামলা কেন’সহ বিভিন্ন স্লোগান দেন বিএনপিপন্থি আইনজীবীরা। ছবি: জাগো নিউজ
-
হকারদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন, রেশন কার্ড চালু, গণপরিবহনে অবাধ কাজের সুযোগ দেওয়া, হয়রানি-নির্যাতন বন্ধ করা, রাজস্ব আদায়ের মাধ্যমে পরিবহন ও ভ্রাম্যমাণ হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করাসহ বেশকিছু দাবি তুলে ধরেছে বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক হকার্স দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব দাবি করে সংগঠনটি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ছবি: সংগৃহীত