আজকের আলোচিত ছবি: ২৪ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ছবি: আল-সাদী ভূঁইয়া
-
আজ বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে দোয়েল চত্বরে এ সংঘর্ষ হয়। এসময় ছাত্রলীগের প্রতিরোধের মুখে দোয়েল চত্বর এলাকা ত্যাগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: আল-সাদী ভূঁইয়া
-
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের আত্মসমর্পণকে কেন্দ্র করে আদালতপাড়ায় ভিড় করে হাজারো নেতাকর্মী। তার আত্মসমর্পণকে কেন্দ্র করে আজ সকাল থেকে মহানগর দায়রা জজ আদালতের সামনে জড়ো হন নেতাকর্মীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দুপুর সাড়ে ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করবেন সম্রাট। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের ৬৭ শতাংশ মানুষ অসংক্রামক রোগে মারা যায়। যার জন্য দায়ী করা হয় তামাককে। ২০১৮ সালে তামাকের কারণে ৩০ হাজার ৫৭০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এছাড়া মহামারি, প্রাকৃতিক দুর্যোগ ও সড়ক দুর্ঘটনার চাইতে তামাকে মৃত্যুহার বেশি। এসব তথ্য জানিয়েছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)। আজ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘তামাক নিয়ন্ত্রণে তামাক কোম্পানি থেকে শেয়ার প্রত্যাহারে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা হয়। ছবি: জাগো নিউজ
-
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১২০ জন। পুলিশ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। ছবি: সংগৃহীত