আজকের আলোচিত ছবি: ২১ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী জুনেই পদ্মা সেতুতে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
সরকার এবার আর বিএনপিকে টোপে ফেলতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোন জোটে যাবে, নির্বাচনের আগে পরিস্থিতি ও সাধারণ মানুষের প্রত্যাশা বুঝে সে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে একদল নারী উদ্যোক্তার জাপায় যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
লাইসেন্সধারী চালকদের জন্য প্রতিশ্রুত পাঁচ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে বরাদ্দ, পার্কিংয়ের স্থান না দিয়ে নো-পার্কিং মামলা বন্ধসহ সাত দফা দাবি জানিয়েছে ঢাকা জেলা ফোর স্ট্রোক (সিএনজি) অটোরিকশা ড্রাইভার্স ইউনিয়ন। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউনিয়নের নেতারা এসব দাবি জানান। ছবি: জাগো নিউজ
-
দক্ষিণ কোরিয়ায় সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে তিনি প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োলের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির রাজধানী সিউলে ওই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ছবি: সংগৃহীত