আজকের আলোচিত ছবি: ২০ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গণকমিশনের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিভিন্ন সরকারি দপ্তর-অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্বখাতে স্থান্তার ও স্থায়ীকরণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ। আজ বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন নানা বৈষম্যের শিকার হয়ে আজ আমরা একত্রিত হয়েছি। ডিজিটাল বাংলাদেশে দাস প্রথায় মানব বেচাকেনা- ইতিহাসের ঘৃণ্য এ প্রথা বন্ধ করতে হবে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিএনপির নেতারা পদ্মা সেতুতে না উঠে নৌকা দিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ জাতীয় প্রেস ক্লাবের মিলানায়তনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি। ছবি: জাগো নিউজ
-
পশুখাদ্য কেলেঙ্কারির পর এবার বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে নতুন আরেকটি দুর্নীতির অভিযোগ উঠেছে। ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) বলছে, মুখ্যমন্ত্রী থাকাকালীন চাকরির নিয়োগে দুর্নীতি করেছিলেন লালুপ্রসাদ। এ ঘটনায় মামলাও হয়েছে। ছবি: সংগৃহীত