আজকের আলোচিত ছবি: ১৭ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এখন থেকে তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্প হোক, ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না। আজ অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কোরবানির জন্য পর্যাপ্ত পশু মজুত আছে, তাই এ বছরও কোরবানিতে দেশের বাইরে থেকে একটি পশুও আসবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ সচিবালয়ে নিজ দপ্তরে মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
দেশের প্রথম মেট্রোরেলের আইকনিক স্টেশন হিসেবে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের মূল অবকাঠামোর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এই আইকনিক স্টেশনসহ তিনটি স্টেশনের এন্ট্রি-এক্সিট (প্রবেশ-বাহির) অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। আজ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এসব তথ্য জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
অতিরিক্ত শব্দের হর্ন নিয়ন্ত্রণ করতে গুলশান-১ চত্বরে অভিযান চালাচ্ছে বিআরটিএ ও পরিবেশ অধিদপ্তর। গাড়িতে অতিরিক্ত শব্দের হর্ন থাকলে জরিমানা করা হচ্ছে। আজ বেলা ১১টায় রাজধানীর গুলশান-১ চত্বরে এ অভিযান শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
দুদিন ধরে সিলেটে বৃষ্টি কমে এলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যার পানি বাড়ছে। নগরের বুক চিড়ে বয়ে চলা সুরমা নদীর পানি বাড়ায় সিলেট নগরের নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে। ছবি: ছামির মাহমুদ
-
দুই মাসের বেশি সময় ধরে মারিউপোলের একটি ইস্পাত কারখানায় অবরুদ্ধ দুই শতাধিক সেনাকে উদ্ধার করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া সেনাদের মধ্যে ৫৩ জনের অবস্থা গুরুতর। ছবি: সংগৃহীত