আজকের আলোচিত ছবি: ১৬ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশে বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ এসেছে তার ১০ শতাংশ এসেছে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ‘মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি’র (মিগা) মাধ্যমে। বিশ্বব্যাপী বড় বড় ঋণের গ্যারান্টর হয় এই বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা। আজ নগরীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠকে মিগার এই আগ্রহের কথা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় গত ছয় দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ ঘটনায় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গত ১০ মে থেকে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড ওই এলাকার গ্যাস সংযোগ বন্ধ রেখেছে। আজ বেলা সাড়ে ১১টায় কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ২নং ব্রিজ রোডে এ বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী এলাকাবাসী। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর ডকুমেন্টরি নির্মাণের জন্য প্রয়োজনীয় ভিডিও ফুটেজ ও দলিলাদি সংগ্রহের লক্ষ্যে ভারতীয় প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন করেন। ছবি: বিএফএ
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হলে সামনে সমস্যা আসতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সবাইকে যার যার জায়গা থেকে মিতব্যয়ী ও সতর্ক হতে হবে। আজ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
শ্রীলঙ্কায় সম্প্রতি সহিংস ঘটনার জেরে সন্দেহভাজন হিসেবে চারশ’র মতো মানুষকে আটক করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, রোববার (১৫ মে) আরও ১৫৯ জনকে আটক করা হয়। গ্যালা ফেইস গ্রিন ও কোল্লুপিতিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার জেরে এখন পর্যন্ত ৩৯৮ জনকে আটক করা হলো। ছবি: সংগৃহীত