আজকের আলোচিত ছবি: ১৫ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ন্যূনতম ১১তম বেতন গ্রেড এবং পদের নাম পরিবর্তন করে ‘প্রশাসনিক কর্মকর্তা’ করাসহ পাঁচদফা দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ বুদ্ধপূর্ণিমা। এ দিবস উপলক্ষে আজ রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে ভক্তরা প্রার্থনা করেছেন। ছবি: জাগো নিউজ
-
ভারতে গ্রেফতার প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য (ডকুমেন্ট) আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি কথা জানান। ছবি: জাগো নিউজ
-
পুনর্বাসনের জন্য মানববন্ধন করেছেন আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের অসহায় ভূমি ও গৃহহীনরা। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কুড়িগ্রামে শুরু হয়েছে বোরো ধান কাটার কাজ। সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ঠিক এমন সময়ে টানা বৃষ্টির পানিতে বোরো ধান ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। ছবি: মাসুদ রানা
-
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সন্দেহভাজন ওই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত