আজকের আলোচিত ছবি: ১৩ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রবণতা এখন সুউচ্চ ভবন নির্মাণ। সেটা প্রয়োজনে বা অপ্রয়োজনে। ঢাকা শহরে সব সরকারি প্রতিষ্ঠান দশ-বিশ তলা ভবন চায়। কেন এতো সুউচ্চ ভবন লাগবে? আজ রাজধানীতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
কর্নেল অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে সম্প্রতি দুই শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগে এলডিপি ‘প্রতারক চক্রের রাহুগ্রাস’ থেকে মুক্ত হয়েছে দাবি করে মিষ্টি বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
-
সরকারি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুর বলেছেন, জনগণ রাস্তায় নামলে, আপনাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোজ্যতেল ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ছুটির দিনগুলোতে উপচেপড়া ভিড় থকালেও সেই কাঙ্ক্ষিত পর্যটকদের দেখা মিলছে না। আজ সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে পর্যটকের তেমন দেখা মেলেনি। ছবি: আসাদুজ্জামান মিরাজ
-
ভারতের ছত্তিশগড়ের রায়পুরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। প্রশিক্ষণ চলার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। ছবি: সংগৃহীত