আজকের আলোচিত ছবি: ১০ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের ১২১ দেশের মধ্যে পঞ্চম অবস্থানে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ আইনানুগ পাওনা পরিশোধ এবং আদমজী ইপিজেডে শ্রমিক স্বার্থবিরোধী জিএম আহসান কবিরের অপসারণের দাবি জানিয়েছে বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। আজ ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেপজার চেয়ারম্যান কার্যালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এই দাবি জানান তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের সব স্কুল-কলেজে আরবি পড়ানো উচিত বলে অভিমত দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ তরিকতে ইসলাম ঐক্যজোট আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজধানীতেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভ-সহিংসতার মধ্যে সংসদ সদস্যরা যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, সেজন্য দেশটির প্রধান বিমানবন্দর অবরোধ করেছেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। আজ লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত