আজকের আলোচিত ছবি: ৯ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আগামী জুন মাস থেকে আবারও এক কোটি দরিদ্র পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বেলা ১১ টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ভোজ্যতেল, চাল, ডালসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, সিন্ডিকেট ও মজুতদারদের শাস্তি এবং খাদ্য পণ্যের রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও গণফোরামের (একাংশ) নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ। আজ জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। ছবি: জাগো নিউজ
-
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে দিনব্যাপী বৃষ্টি হচ্ছে। এতে জেলার সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানি কিছুটা বেড়েছে। আজ ভোর থেকে আকাশ মেঘলা। সকাল ৯টা থেকে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। দুপুর ১২টা থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ে। ছবি: আতিকুর রহমান
-
ইউক্রেনের মারিউপোল শহরের কাউন্সিল টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে একটি গণকবর দেখানো হয়েছে এবং বলা হয়েছে, শত শত বেসামরিক নাগরিক রুশ বাহিনীর হাতে নিহত হয়েছে। তাদের সেখানে মাটি চাপা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত