আজকের আলোচিত ছবি: ৮ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’র বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ছবি: জাগো নিউজ
-
ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরেছেন বেশিরভাগ কর্মজীবী মানুষ। যোগ দিয়েছেন কর্মস্থলে। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত খুললেও স্কুল-কলেজ এখনো খোলেনি। সব মিলিয়ে ঢাকায় এখনো গণপরিবহনের অতিরিক্ত চাপ দেখা যায়নি। তবে বেড়েছে গণপরিবহনের উপস্থিতি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তাদের (বিএনপি) অস্তিত্ব টিকিয়ে রাখতেই নির্বাচনে আসতে হবে।’ আজ দুপুর ১২টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
প্রবাসীদের মুক্তিযোদ্ধা বিশেষ ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফারুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, প্রবাসীরাও মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ করেছি দেশ স্বাধীন করার জন্য। আর প্রবাসীরা যুদ্ধ করছেন দেশ গড়ার জন্য। আজ রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইউক্রেনের ২০০ স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার শুরু থেকে এখন পর্যন্ত এসব স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়। গত ২৪ ফেব্রæয়ারি দেশটিতে আকস্মিক আক্রমণ চালায় রাশিয়া। ছবি: সংগৃগীত