আজকের আলোচিত ছবি: ৭ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশে গণতন্ত্র না থাকায় এত জুলুমের পরও মানুষ রাজপথে নামতে পারে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঈদ উদযাপন শেষে কর্মজীবী আজও ঢাকা আসছে। রাজধানীর কমালপুর রেল স্টেশনে আজ সকালে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস সব ধরনের মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। গত ১ মে থেকে এই নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে কাপ্তাই হ্রদের জেলেদের ওপর নজরদারি বাড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: শংকর হোড়
-
শ্রীলঙ্কায় পাঁচ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারে মতো জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশজুড়ে ধর্মঘট ও ব্যাপক বিক্ষোভের মধ্যে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এ জরুরি অবস্থা জারি করেন। ছবি: সংগৃহীত