আজকের আলোচিত ছবি: ১ মে ২০২২
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ রাজধানীর সদরঘাটে গিয়ে দেখা গেছে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ কিছুটা কম। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
লঞ্চের শ্রমিক-কর্মচারীরা আশা করছেন সময় গড়ালে যাত্রী আরও বৃদ্ধি পাবে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুীর ২০ হাজার টাকা করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করাসহ ৯ দফা দাবি জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মে দিবসের এক সমাবেশে এসব দাবি জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতীয় ঈদগাহে জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু না নেওয়ার অনুরোধ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বেলা ১১টায় জাতীয় ঈদগাহ মাঠের নিরপাত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
মহামারি করোনার কারণে গত দুই বছরের ঈদ আনন্দ ঘরে বসে উদযাপন করতে হয়েছে। তবে এবার করোনা সংক্রমণ কমে আসায় উদযাপিত হতে যাচ্ছে বিধিনিষেধমুক্ত ঈদ উদযাপন। শেষ মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন সবাই। ঈদের আগেই যেন ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। বিপণিবিতানগুলোতে ক্রেতাদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে মালয়েশিয়ার এবারের ঈদবাজার। ছবি: সংগৃহীত